বিভাগ : Electrical Technology
শিরনাম : ইলেক্ট্রিক্যাল টেকনোলজি
ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে বিদ্যুৎ ও পাওয়ার সেক্টর অত্যন্ত গুরুত্বপুর্ণ। আমাদের এই টেকনোলজির শিক্ষার্থীরা ইলেক্ট্রিকাল পাওয়ার সপ ও ওয়ারিং সপ এর ক্লাসে অতযাধুনিক যন্ত্রপাতি, ট্রান্সমিশন লাইন, এসবের উপর সর্বাধুনিক প্রযুক্তি সম্মত শিক্ষা গ্রহণ করে থাকে। এই টেকনোলজির শিক্ষার্থীরা DUET (Dhaka University of Technology) এ ভর্তিতে সবচেয়ে সফলতার পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানে তারা দক্ষতার সঙ্গে চাকরি করছে। এ টেকনোলজির আসন সংখ্যা ৬০ টি। দুই শিফটে- ৬০+৬০=১২০ জন।