বিভাগ : Mechanical Technology
শিরনাম : মেকানিক্যাল টেকনোলজি
আমাদের এই টেকনোলজির শিক্ষার্থীরা অত্যান্ত দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় মেশিন সপ, ওয়েলডিং সপ, ফাউন্ড্রিং সপে ব্যবহারিক ক্লাসে মেশিন ডিজাইন, ওয়েলডিং কাটিং ও রডের স্ট্রেন্থ পরীক্ষা করা রপ্ত করে। এখানকার মেশিন সপে রেয়েছে আট রকমের লেদ মেশিন, যেগুলোর সাহায্যে শিক্ষার্থীরা অর্জন করে নানাবিধ কারিগরি দক্ষতা। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন শিল্প কারখানায় ওয়েলডিং এর উপর ট্রেনিং এবং লেদ মেশিন চালানোর দক্ষাতা অর্জন করেছে। বিটাক, পাওয়ার গ্রীড এসব কোম্পানীতে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সফলতার সঙ্গে কাজ করছে। তাই মেকানিক্যাল টেকনোলজি আমাদের পলিটেকনিক এর সবচেয়ে দক্ষ টেকনোলজিগুলোর মধ্যে অন্যতম। এই টেকনোলজির আসন সংখ্যা-৬০ টি। দুই শিফটে = ১২০ জন।