বিভাগ : Electromedical Technology
শিরনাম : ইলেক্ট্রোমেডিক্যাল টেকনোলজি
যুগের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠিত এ টেকনোলজিতে আধুনিক মেডিক্যাল যন্রপাতির প্রয়োগ করার জন্য দক্ষ জনবল তৈরি করা হয়। এখানে ছাত্র-ছাত্রীদের সর্বাধুনিক মেডিক্যাল যন্ত্রপাতি যেমন- ইসিজি, ডিজিটাল X-ry, MRI মেশিন পরিচালনা এবং অপারেশন থেয়েটারের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও আধুনিক ডিজাইনে তৈরির শিক্ষা প্রদান করা হয়। এ টেকনোলজির ছাত্ররা পাশ করে বিদেশে চাকরি করছে। এছাড়াও মেডিক্যাল যন্রপাতি তৈরি ও বিপণকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে এবং রংপুরে প্রতিষ্ঠিত বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে দক্ষতার সাথে সেবা প্রদান করছে। এই টেকনোলজির আসং সংখ্যা-৬০ টি দুই শিফটে = ১২০ জন।