ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর আওয়ামী লীগের কর্মীসভাতে যোগ দিতে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান।গাড়িতে আরও আছেন পিতা শেখ লুৎফর রহমান, শামসুল হক, ইয়ার মোহাম্মদ খান প্রমুখ (২৬ জুন, ১৯৪৯)।
তরুণ ফুটবলার শেখ মুজিবুর রহমান (সামনের সারিতে বাঁ থেকে তৃতীয়) ১৯৪০।
কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মওলানা আজাদ কলেজ) পড়ার সময় শেখ মুজিবুর রহমান আবাসিক ছাত্র হিসেবে ‘বেকার গভর্নমেন্ট হোস্টেল’ এর ২৪ নং কক্ষে থাকতেন (১৯৪৬)। শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণার্থে কক্ষটিকে এখন জাদুঘরে পরিণত করা হয়েছে।
কলকাতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর প্রতিবাদ সভায় তরুণ ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান (পেছনে দাঁড়ানো) এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী (১৯৪৭)।
বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সচিবালয় গেইটে অবস্থান ধর্মঘটে পুলিশের হামলায় আহত সহযোদ্ধা শওকত আলীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান (১৯৪৮)।
চীনের বেইজিং- এ অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক রিম শান্তি সম্মেলনে পাকিস্তানের উদীয়মান জননেতা শেখ মুজিবুর রহমান (অক্টোবর ২-১২, ১৯৫২)।
আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের জনসভায় বক্তৃতাদানরত শেখ মুজিবুর রহমান (মে, ১৯৫৩) ।
যুক্তফ্রন্ট সরকারের মূখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বন এবং কৃষি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন শেখ মুজিবুর রহমান (১৫ মে, ১৯৫৪)।
যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য খয়রাত হোসেন, শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা এ কে ফজলুল হক, আতাউর রহমান খান, শরৎচন্দ্র মজুমদার, মাহমুদ আলী। উপরের সারিতে ডান থেকে এম মনসুর আলী, ধীরেন্দ্রনাথ দত্ত, মশিউর রহমান, মনোরঞ্জন ধর ও আব্দুর রহমান খাঁ (১৯৫৪)।
মন্ত্রীসভার মিটিঙে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Bangla'r joy - heroics of Bangladeshi Freedom Fighters accelerate victory